সম্পাদকীয়
আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) নিয়ে চলমান আলোচনা ও বিতর্কের প্রেক্ষিতে নিজের মতামত প্রকাশ করেছেন নবধারার সম্পাদক মেহেদী হাসান। মঙ্গলবার (৬ জানুয়ারি)তিনি তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এ বিষয়ে একটি মন্তব্য পোস্ট করেন।
ফেসবুক পোস্টে তিনি লেখেন,“আইপিএল নয়, সরকার বাহাদুর এলপিজি নিয়ে ভাবুন। নাগরিকদের ভোগান্তি চরম পর্যায়ে। আইপিএল বন্ধ হলেও আমাদের কোনো সমস্যা নেই।”
তার এই মন্তব্যে মূলত দেশের নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট, বিশেষ করে এলপিজি গ্যাস নিয়ে সাধারণ মানুষের দুর্ভোগের বিষয়টি তুলে ধরা হয়েছে। তিনি মনে করেন, বিনোদনমূলক ইস্যুর চেয়ে জনজীবনের সঙ্গে সরাসরি সম্পর্কিত সমস্যা সমাধানে সরকারের মনোযোগ দেওয়া বেশি জরুরি।
নবধারা সম্পাদক মেহেদী হাসানের সঙ্গে এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে আলোচনা সৃষ্টি করেছে। অনেকেই তার বক্তব্যের সঙ্গে একমত প্রকাশ করেছেন।

