Nabadhara
ঢাকামঙ্গলবার , ৬ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাট-২ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ

জয়পুরহাট প্রতিনিধি
জানুয়ারি ৬, ২০২৬ ৫:২৮ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাট প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-২ (আক্কেলপুর–কালাই–ক্ষেতলাল) আসনে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নির্বাচনী প্রচারণা চালিয়ে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি ও জামায়াতে ইসলামীর দুই প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।

নোটিশপ্রাপ্ত প্রার্থীরা হলেন— বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল বারী এবং জামায়াতে ইসলামীর প্রার্থী এস. এম. রাশেদুল আলম। মঙ্গলবার (১১ জানুয়ারি) এই আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সিভিল জজ মো. ফয়সাল আহমেদ পৃথক দুটি নোটিশ জারি করেন।

নোটিশে উল্লেখ করা হয়, বিএনপি প্রার্থী আব্দুল বারীর সমর্থকরা গত ২৩ ডিসেম্বর, ২৮ ডিসেম্বর ও ৪ জানুয়ারিসহ বিভিন্ন সময়ে জয়পুরহাট-২ আসনের বিভিন্ন এলাকা ও হাটবাজারে তাঁর ছবি সংবলিত ধানের শীষ প্রতীকের হ্যান্ডবিল বিতরণ ও গণসংযোগ কার্যক্রম পরিচালনা করেন। এসব কার্যক্রমের ছবি ও তথ্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের বিভিন্ন পেজে ছড়িয়ে পড়ে।

অপরদিকে, জামায়াতে ইসলামীর প্রার্থী এস. এম. রাশেদুল আলমের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে গত ২৭ ডিসেম্বর, ১ জানুয়ারি ও ৪ জানুয়ারিসহ বিভিন্ন তারিখে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট চেয়ে তাঁর ছবি সংবলিত পোস্টার ও প্রচারমূলক পোস্ট প্রকাশ করা হয় বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির মতে, এসব কর্মকাণ্ড রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর ১৮ নম্বর বিধি লঙ্ঘনের শামিল।

নোটিশে আগামী ১১ জানুয়ারি সংশ্লিষ্ট প্রার্থীদের স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কেন তাঁদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে না অথবা নির্বাচন কমিশনে প্রতিবেদন পাঠানো হবে না— সে বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রার্থীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যানের পেশকার রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।