Nabadhara
ঢাকামঙ্গলবার , ৬ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন সঠিক হয়নি: শাহ মো. আবু জাফর

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
জানুয়ারি ৬, ২০২৬ ৫:৩৩ অপরাহ্ণ
Link Copied!

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুর–১ আসনের জাতীয় ঐক্য ফ্রন্টের প্রার্থী ও চারবারের সাবেক সংসদ সদস্য শাহ মো. আবু জাফর বলেছেন, আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রেখে নির্বাচন করার সিদ্ধান্ত সঠিক হয়নি। অতীতে আওয়ামী লীগ বিএনপিকে বাইরে রেখে যে ভুল করেছিল, এবার একইভাবে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হলে ভবিষ্যতে ক্ষমতায় আসা সরকারও একই পরিণতির মুখে পড়তে পারে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে ফরিদপুরের আলফাডাঙ্গায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

শাহ মো. আবু জাফর বলেন, আওয়ামী লীগসহ দেশের সব রাজনৈতিক দলের অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠিত না হলে কোনো সরকারই দীর্ঘমেয়াদে টেকসই হতে পারে না। তিনি বলেন, “বাংলাদেশে আওয়ামী লীগের এখনো একটি বড় সমর্থকগোষ্ঠী রয়েছে। তারা কোনো অপরাধ করেনি বা দোষী নয়—তারা তাদের রাজনৈতিক বিশ্বাস অনুযায়ী দল করে। আওয়ামী লীগ যদি ভোট দিতে পারে, তাহলে তারা প্রার্থী হতে পারবে না কেন?” এ কারণেই তিনি মনে করেন, আওয়ামী লীগকে অন্তর্ভুক্ত করেই নির্বাচন আয়োজন করা উচিত ছিল।

নিজের রাজনৈতিক জীবনের প্রসঙ্গ তুলে ধরে শাহ মো. আবু জাফর বলেন, তিনি একাধিকবার দল পরিবর্তন করেছেন এবং মোট দশবার নির্বাচনে অংশগ্রহণ করে চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। দেশের জন্য জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি। তিনি দাবি করেন, তার রাজনৈতিক জীবনের প্রতিটি অর্জন তিনি নির্বাচনি এলাকার মানুষের কল্যাণে ব্যয় করেছেন।

তিনি আরও বলেন, এলাকার সার্বিক উন্নয়নের জন্য তিনি সর্বাত্মক চেষ্টা করেছেন এবং মানুষের সুখে-দুঃখে সবসময় পাশে ছিলেন, এখনও আছেন। আমৃত্যু মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখবেন বলেও মতবিনিময় সভায় দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন সাবেক এই সংসদ সদস্য।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।