সিরাজগঞ্জ প্রতিনিধি
সারাদেশে চলমান তীব্র শৈত্যপ্রবাহের মধ্যে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান। শীতার্ত মানুষের কষ্ট লাঘবে গত রবিবার থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত তিনি উপজেলার বিভিন্ন চরাঞ্চল ও দুর্গম এলাকায় ছুটে গিয়ে অসহায়, এতিম ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
এ সময় যমুনা নদীর চরাঞ্চলে অবস্থিত নিশ্চিন্তপুর ইউনিয়নের জজিরা মদিনাতুল উলুম কওমিয়া ও হাফিজিয়া মাদ্রাসা, নাটুয়াপাড়া ইউনিয়নের নাটুয়াপাড়া বেসরকারি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, মারকাযুস সুন্নাহ মদিনাতুল উলুম মাদ্রাসা, তেকানী ইউনিয়নের কান্তনগর হাফিজিয়া ও এতিমখানা এবং পারখুকশিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রায় দুই শতাধিক এতিম ও অসহায় শিশু শিক্ষার্থীদের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়।
এছাড়া সোমবার গভীর রাতে ইউএনও মোস্তাফিজুর রহমান উপজেলার ওয়াপদা বেরিবাঁধ এলাকায় ছিন্নমূল মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে দরজায় কড়া নেড়ে বৃদ্ধ, বৃদ্ধা ও শিশুদের গায়ে নিজ হাতে কম্বল ও শিশুদের শীতের পোশাক পরিয়ে দেন। তার এমন মানবিক উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে স্বস্তি ও কৃতজ্ঞতার অনুভূতি দেখা যায়।
এ বিষয়ে ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন,“এই তীব্র শীতে এতিমখানা, হাফিজিয়া মাদ্রাসা ও ছিন্নমূল মানুষেরা সবচেয়ে বেশি কষ্টে থাকে। তাদের শীতের প্রকোপ থেকে রক্ষার জন্য নিজ হাতে কম্বল ও শিশুদের শীতের পোশাক বিতরণ করেছি। শীতকাল জুড়ে এই কার্যক্রম অব্যাহত থাকবে।”
স্থানীয় বাসিন্দারা ইউএনও’র এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, একজন প্রশাসনিক কর্মকর্তার এমন মানবিক ভূমিকা সমাজের অন্যদেরও অসহায় মানুষের পাশে দাঁড়াতে অনুপ্রাণিত করবে।

