জামালপুর প্রতিনিধি
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তম ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানা দুই দিন ধরে উৎপাদন বন্ধ রয়েছে। কারখানার অ্যামোনিয়া প্ল্যান্টে যান্ত্রিক ত্রুটির কারণে গত ৫ জানুয়ারি রাতে উৎপাদন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
বুধবার (৭ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কারখানার উপ প্রধান প্রকৌশলী (রসায়ন) ফজলুল হক। তিনি বলেন, “যান্ত্রিক ত্রুটি সারিয়ে অতি দ্রুত উৎপাদন পুনরায় চালু করা হবে।”
কারখানার ইতিহাস উল্লেখ করে জানা গেছে, ১৯৯০ সালে জামালপুরের সরিষাবাড়ীতে দৈনিক ১,৭০০ মেট্রিক টন ইউরিয়া উৎপাদন ক্ষমতা সম্পন্ন দানাদার ইউরিয়া সার কারখানা স্থাপন করা হয়। গত বছর ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজারে উৎপাদন নিরবিচ্ছিন্ন রাখার সিদ্ধান্ত নেওয়ার পর, ২০২৩ সালের ১৫ জানুয়ারি গ্যাস সরবরাহ কমানো হয়। এর কারণে অ্যামোনিয়া ও ইউরিয়া উৎপাদন সম্পূর্ণ বন্ধ থাকায় শ্রমিকরা কর্মহীন হয়ে পড়েন।
পরবর্তীতে ২০২৪ সালের ২৩ ডিসেম্বর গ্যাস সরবরাহ শুরু হলে উৎপাদন পুনরায় শুরু করা হয়। তবে কারখানার দৈনিক গ্যাস চাপ প্রয়োজনের তুলনায় কম থাকায় উৎপাদন মাত্র ৪৫ শতাংশে নেমে আসে। এবং ৫ জানুয়ারি রাত থেকে অ্যামোনিয়া প্ল্যান্টে যান্ত্রিক ত্রুটির কারণে ফের উৎপাদন বন্ধ হয়ে যায়।
যমুনা সার কারখানার উৎপাদিত সার জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল ছাড়াও উত্তরবঙ্গের ১৯ জেলায় প্রায় আড়াই হাজার সার ডিলারের মাধ্যমে কৃষকদের কাছে সরবরাহ করা হয়। দীর্ঘ সময় উৎপাদন বন্ধ থাকলে সার সরবরাহে সংকট দেখা দেওয়ার শঙ্কা রয়েছে।
উপ প্রধান প্রকৌশলী ফজলুল হক বলেন, “মেরামতের কাজ শেষ হবার পর দ্রুত উৎপাদন স্বাভাবিকভাবে চালু হবে এবং কৃষকদের সার সরবরাহে কোনো অসুবিধা হবে না।”

