Nabadhara
ঢাকাবুধবার , ৭ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুরে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ৮ লাখ টাকা জরিমানা

দৌলতপুর(কুষ্টিয়া)প্রতিনিধি
জানুয়ারি ৭, ২০২৬ ৭:১০ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর(কুষ্টিয়া)প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে আজ বুধবার (৭ জানুয়ারি) পরিবেশ অধিদপ্তর এক দিনব্যাপী অভিযান পরিচালনা করেছে। অভিযানে উপজেলার তিনটি অবৈধ স্থায়ী চিমনির ইটভাটাকে মোট ৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগমের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মরিচা ইউনিয়নের কোলদিয়াড় এলাকার মিজানুর রহমান মজনুর (এমজেবি) ইটভাটাকে ২ লাখ ৫০ হাজার টাকা, হোগলবাড়িয়া ইউনিয়নের জয়রামপুর এলাকার মতিউর রহমানের (এমএমবি) ইটভাটাকে ৩ লাখ টাকা এবং পিয়ারপুর ইউনিয়নের চকমাদিয়া এলাকার শরিফুল ইসলাম সেলিমের (এলএবি) ইটভাটাকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের অংশ হিসেবে পরিবেশ ও জনস্বাস্থ্যের ক্ষতিকর প্রভাব রোধে একটি ইটভাটা আংশিকভাবে ভেঙে ফেলা হয় এবং সেখানে মজুদ থাকা কাঁচা ইট ধ্বংস করা হয়। অভিযানে কুষ্টিয়া জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. এমদাদুল হকসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এসব ইটভাটা প্রয়োজনীয় অনুমোদন ছাড়া পরিচালিত হয়ে আসছিল। জেলা জুড়ে অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ সুরক্ষা ও জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করা হবে বলে জানিয়েছে তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।