Nabadhara
ঢাকাবুধবার , ৭ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, আহত ৫

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর 
জানুয়ারি ৭, ২০২৬ ৭:২০ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর 

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার একাডেমীর গেইট এলাকায় বুধবার সকালে মাহমুদ ডেনিমস কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ চালান। এ সময় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় কমপক্ষে ৫ জন শ্রমিক আহত হন। আহতদের মধ্যে আফিয়া নামে এক নারী শ্রমিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, মাহমুদ ডেনিমস কারখানার শ্রমিকরা তিন মাসের বকেয়া বেতন পরিশোধের দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু মালিকপক্ষ বিভিন্ন অজুহাত দেখিয়ে বেতন পরিশোধে বিলম্ব করেন। এর ফলে শ্রমিকরা কয়েক দফা অবস্থান ও বিক্ষোভের পরও কোন সুরাহ পায়নি। গত রবিবার দুপুরে শ্রমিকরা নিশ্চিন্তপুর এলাকায় মহাসড়ক অবরোধ করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং মালিকপক্ষের সঙ্গে বৈঠক করে সমস্যার সমাধানের আশ্বাস দেন।

কিন্তু মঙ্গলবার সকালেও শ্রমিকরা আনসার একাডেমীর ৩ নং গেইটে মহাসড়ক অবরোধ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেনেড ও কাদানে গ্যাস নিক্ষেপ করে। এতে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় ৫ জন শ্রমিক আহত হন।

শ্রমিকরা অভিযোগ করেছেন, “আমাদের তিন মাসের বেতন বকেয়া রয়েছে। বেতন না পাওয়ায় মানবেতর জীবন যাপন করতে হচ্ছে। বাসা ভাড়া দেওয়া, সন্তানদের শিক্ষা ও দৈনন্দিন প্রয়োজন মেটানো কঠিন হয়ে পড়েছে।”

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার নাসির উদ্দিন জানিয়েছেন, “বেতনের দাবিতে শ্রমিকরা সড়কে অবস্থান নিয়েছিলেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।