দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে এক মোবাইলফোনের দোকান থেকে প্রায় ১৭ লক্ষ টাকার সম্পদ চুরি হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার তারাগুনিয়া বাজারের রিন্টু মোল্লা সুপার মার্কেট-এর আশিক ইসলাম পরিচালিত দোকানে এই চুরি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অতিরিক্ত শীতের কারণে সকালেই বাজারে মানুষের আনাগোনা কম ছিল। সুযোগটা কাজে লাগিয়ে এক চোর দোকানের শাটার ভেঙে ভেতরে প্রবেশ করে এবং দোকানে থাকা মোবাইল ফোনসহ অন্যান্য মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। দোকানের বাইরে আরও ৬–৭ জন চোর ছিল বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার সময় দোকানের সিসিটিভি পুরো চুরির দৃশ্য ধারণ করেছে, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। দোকান মালিক আশিক ইসলাম অভিযোগ করেছেন, প্রায় ১৬–১৭ লক্ষ টাকার ক্ষতি হয়েছে এবং তিনি দৌলতপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফুর রহমান জানান, অভিযোগ পাওয়া গেছে এবং চোরদের দ্রুত শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

