Nabadhara
ঢাকাবুধবার , ৭ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

আলফাডাঙ্গায় জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উদযাপন: সহপাঠ্যক্রম ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আলফাডাঙ্গা (ফরিদপুর)প্রতিনিধি 
জানুয়ারি ৭, ২০২৬ ৭:৩৩ অপরাহ্ণ
Link Copied!

আলফাডাঙ্গা (ফরিদপুর)প্রতিনিধি

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে সহপাঠ্যক্রম ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) দিনব্যাপী উপজেলা পরিষদের মাল্টিপারপাস হলরুমে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত নূর মৌসুমী, এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি। তিনি বলেন, “শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে সহপাঠ্যক্রম ও সাংস্কৃতিক চর্চার কোনো বিকল্প নেই। পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, নেতৃত্ব ও মানবিক গুণাবলি অর্জনের জন্য এই প্রতিযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক বিশেষ অতিথির বক্তব্যে বলেন, “জাতীয় শিক্ষা সপ্তাহ শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাদেরকে প্রযুক্তিনির্ভর, মূল্যবোধসম্পন্ন ও সৃজনশীল মানুষ হিসেবে গড়ে তোলার কাজ আমরা অব্যাহত রাখছি।”

অনুষ্ঠানে রচনা, বিতর্ক, কুইজ, সংগীত, নৃত্যসহ বিভিন্ন সহপাঠ্যক্রম ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শেষপর্যায়ে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, একাডেমিক সুপারভাইজার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।