বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জের বগারচর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে বেলায়েত হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
সম্প্রতি তাকে এই দায়িত্ব দেওয়া হয়। এর আগে তিনি একই ইউনিয়নের বিএনপির সিনিয়র সহসভাপতি পদে দায়িত্বে ছিলেন। এছাড়াও তিনি উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন ।
খোঁজ নিয়ে জানা গেছে, বগারচর ইউনিয়নের রামরামপুর গ্রামের বাসিন্দা ব্যবসায়ী বেলায়েত হোসেন বুলাল দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে জড়িত রয়েছেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নিপিড়ীত দলীয় নেতা কর্মীদের পাশে ছিলেন তিনি। দলের দুর্দিনেও পিছপা হননি তিনি। নানা প্রতিকূল পরিবেশেও নেতা কর্মীদের সহযোগিতা করে গেছেন বিএনপির এই নেতা।
গত বছর বগারচর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল হেলাল আমেরিকা চলে গেলে দলের নেতৃত্বে শুন্যতা তৈরি হয়। তবুও তিনি দলের পক্ষে কাজ করে গেছেন।
এর পর গত ৪ জানুয়ারি মৌখিক ভাবে বেলায়েত হোসেন বুলালকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়।
দায়িত্ব পাওয়ার পর বগারচর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বলেন, দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করে যাচ্ছি। আগামিতে বিএনপিকে আরও গতিশীল করতে আমি কাজ করে যাবো। আগামি ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-১ আসনের বিএনপির প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাতকে বিজয়ী করতে মাঠে কাজ করছি। সবাইকে নিয়ে বিজয়ের ফসল বিএনপির ঘরে তুলব।
এব্যাপারে বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স জানান, সভাপতির অবর্তমানে বগারচর ইউনিয়নে বেলায়েত হোসেন বুলালকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.