যশোর প্রতিনিধি
ঘুষ লেনদেনের সময় যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলমকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার বিকেলে দুদকের যশোর সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল জেলা প্রাথমিক শিক্ষা অফিসে অভিযান চালিয়ে তার কক্ষ থেকে ১ লাখ ২০ হাজার টাকা উদ্ধার করে।
দুদক যশোরের উপ-পরিচালক মো. সালাউদ্দিন ও সহকারী পরিচালক মো. আল আমিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে অভিযোগের ভিত্তিতে ফাঁদ পাতা হয়েছিল। অভিযোগকারী বসুন্দিয়া খানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ নুরুন্নবী জানান, তার প্রয়াত স্ত্রী শিরিনা আক্তারের পেনশন ফাইল ছাড় করানোর জন্য আশরাফুল আলম দীর্ঘ তিন মাস ধরে নানা অজুহাতে তাকে ঘুরিয়ে চলেছেন। প্রথম দফায় ৮০ হাজার টাকা ঘুষ নেওয়ার পর পুনরায় আরও টাকা দাবি করা হয়। টাকা না দিলে পেনশন ছাড় হবে না বলে হুমকিও দেওয়া হয়েছে।
মোহাম্মদ নুরুন্নবী অভিযোগ করেন, খুলনা বিভাগের এক কর্মকর্তার যোগসাজশে তার স্ত্রীর বেতন কাঠামোও কমিয়ে দেওয়া হয়েছে। বুধবার বিকেলে ফাইল ছাড় করানোর প্রলোভনে আশরাফুল আলমের হাতে ১ লাখ ২০ হাজার টাকা তুলে দেওয়ার সময় দুদক অভিযান চালিয়ে তাকে আটক করে।
দুদকের সহকারী পরিচালক মো. আল আমিন জানান, আটক কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.