Nabadhara
ঢাকাবুধবার , ৭ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনি উপজেলায় শীতার্ত মানুষের জন্য কম্বল বিতরণ

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
জানুয়ারি ৭, ২০২৬ ৮:০৩ অপরাহ্ণ
Link Copied!

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি

আশাশুনি উপজেলায় শীতের প্রকোপে বিপর্যস্ত অসহায় মানুষদের জন্য সরকারি উদ্যোগে কম্বল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। উপজেলার প্রায় ৩ লক্ষ মানুষের মধ্যে ৪৮% মানুষ দরিদ্র সীমার নিচে এবং ১৭.৬% থেকে ২২% চরম দরিদ্র। শীতকালে গরম কাপড়ের অভাবে এ মানুষগুলো সবচেয়ে বেশি কষ্টে পড়ে।

উপজেলা প্রশাসনের বরাদ্দ ৬ লক্ষ টাকা খরচ করে ১৩০২ পিচ কম্বল ক্রয় করা হয়েছে। এছাড়া প্রধান উপদেষ্টা ত্রাণ ভান্ডার থেকে ৫০০ পিচ কম্বল পাওয়া গেছে। কম্বলগুলো ইতিমধ্যেই ১১টি ইউনিয়ন ও বিভিন্ন মাদ্রাসা, আশ্রয় প্রকল্প, গ্রাম পুলিশ, প্রেস ক্লাব ও মুক্তিযোদ্ধাদের মধ্যে বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিরুল ইসলাম জানান, “ভ্যাট বাদে বাকি টাকা দিয়ে কম্বলগুলো ক্রয় করা হয়েছে। বিতরণ কার্যক্রম এখনও চলমান রয়েছে।”

স্থানীয় পর্যায়ে কয়েকটি এনজিও ও প্রতিষ্ঠানও সামান্য কম্বল বিতরণ করেছে। তবে অন্য বছরের তুলনায় এবছর বেসরকারি উদ্যোগ সীমিত থাকায় শীতার্ত মানুষদের মধ্যে হতাশা লক্ষ্য করা গেছে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুজ্জামান হিমু বলেন, “শীতের প্রকোপে মানুষ বিপাকে রয়েছে। কম্বলগুলো সুষ্ঠুভাবে বিতরণ করা হয়েছে এবং মানও মোটামুটি ভাল।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।