আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
আশাশুনিতে ৫৪ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ এর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি আয়োজন এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম মুকুল।
প্রধান অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ হাসানুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম মোস্তাফিজুর রহমান, আশাশুনি প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান ও অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টন, দৌড় এবং নিক্ষেপসহ সকল প্রতিযোগিতায় বিজয়ী দল, ১ম ও ২য় স্থান অধিকারী বালক ও বালিকাদেরকে পুরস্কার প্রদান করা হয়। সকল ইভেন্টে ১ম স্থান অধিকারী এবং একক খেলায় ১ম ও ২য় স্থান অধিকারীরা জেলা পর্যায়ে অংশগ্রহণ করবেন।
ক্রীড়া পরিচালনা করেছেন আনিছুর রহমান, আসাদুল হক, নীল কমল মন্ডল, অরুন কুমার সানা, শামীম হোসেন, প্রদীপ কুমার বাছাড়, ইয়ামিন হোসেন, উত্তম কুমার মন্ডল, সুনীল কুমার সরকার ও প্রনতি রায়। ধারাভাষ্য প্রদান করেছেন আশরাফ হোসেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.