শেরপুর (বগুড়া) প্রতিনিধি
দীর্ঘ ১৫ বছরের স্থবিরতার পর অবশেষে নতুন নেতৃত্ব পেয়েছে বগুড়ার শেরপুর উপজেলা ও পৌর ছাত্রদল। বুধবার (৭ জানুয়ারি) বগুড়া জেলা ছাত্রদল উপজেলা ও পৌর ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করে।
নবগঠিত কমিটিতে আহসান হাবিব আরমানকে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এবং মোঃ সাহদৎ হোসেনকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে। সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হিসেবে রয়েছেন রাফি-আল-আমিন। ৪০ সদস্যবিশিষ্ট পৌর ছাত্রদলের আহ্বায়ক হয়েছেন নাসিফ ওয়াহিদ প্রান্ত এবং সদস্য সচিব মনোনীত হয়েছেন রাকিবুল হাসান রাব্বি। সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হিসেবে রয়েছেন মিনহাজ আহমেদ মিথুন।
দলীয় নেতারা জানান, পূর্ববর্তী সরকারের আমলে বিরোধী মতের ওপর দমন ও নির্যাতনের কারণে নতুন কমিটি গঠন সম্ভব হয়নি। নবগঠিত কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
নতুন আহ্বায়ক আহসান হাবিব আরমান বলেন, “দীর্ঘদিন পর কমিটি হওয়ায় তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। আমাদের লক্ষ্য দলকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করা এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.