ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের আলফাডাঙ্গায় চাঞ্চল্যকর বিএনপি নেতা সাইফুল সর্দার হত্যা মামলার অন্যতম আসামি চঞ্চল মিয়াকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৭ জানুয়ারি) বিকেলে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, চঞ্চল মিয়াকে নড়াইল জেলার সদর উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার সদর ইউনিয়নের বিদ্যাধর গ্রামের মৃত মিকাইল মিয়ার ছেলে। তার বিরুদ্ধে হত্যাসহ মোট সাতটি ফৌজদারি মামলা রয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই শহিদুল ইসলাম জানান, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চঞ্চল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।”
ঘটনাস্থল সূত্রে জানা যায়, গত ২৫ ডিসেম্বর ভোররাতে আলফাডাঙ্গা সদর ইউনিয়নের ব্রাহ্মণ জাটিগ্রামে নিজের বাড়িতে সাইফুল সর্দারকে নৃশংসভাবে হত্যা করা হয়। গ্রাম্য বিরোধের জের ধরে ‘শুটার জুয়েল’ নামে পরিচিত একদল সশস্ত্র সন্ত্রাসী পুলিশের পরিচয় দিয়ে হামলা চালিয়ে সাইফুলকে কুপিয়ে হত্যা করে এবং পার্শ্ববর্তী একজনকে গুরুতর আহত করে। হামলার সময় অন্তত ৭-৮টি বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়।
মৃত্যুর পর ২৬ ডিসেম্বর সাইফুলের স্ত্রী ফাতেমা বেগম বাদী হয়ে আলফাডাঙ্গা থানায় ৩০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
ওসি আবুল হাসনাত খান বলেন, “এ পর্যন্ত মামলার তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে পুলিশের বিশেষ অভিযান চলছে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.