মান্দা (নওগাঁ) প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৪ আসনের বিএনপি প্রার্থী ডা. ইকরামুল বারী টিপুকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) নোটিশ দেন নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান ও নওগাঁর সিভিল জজ আদালতের বিচারক মো. শিমুল সরকার।
নোটিশে বলা হয়েছে, মঙ্গলবার কয়াপাড়া-কামারকুড়ি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত দোয়া মাহফিল ও শোক সভার সময় ডা. টিপু ধানের শীষের পক্ষে ভোট চাইলে তা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হিসেবে ধরা হয়েছে। এছাড়া তার ফেসবুক প্রোফাইলের ভিডিওতে বিভিন্ন এলাকায় গণসংযোগের তথ্যও উল্লেখ করা হয়েছে।
নোটিশে তাকে আগামী ১৪ জানুয়ারি বেলা ১১:৩০ মিনিটে আদালতে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে, কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না।
ডা. টিপু বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শোক সভায় উপস্থিত ছিলাম। বক্তৃতায় ভুলবশত ধানের শীষের পক্ষে ভোটের প্রসঙ্গ এসেছে। আদালতে আমি বিস্তারিত ব্যাখ্যা দেব।”

