Nabadhara
ঢাকাবুধবার , ৭ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে আইদি বাসের চাপায় কলেজছাত্রী নিহত

চাঁদপুর প্রতিনিধি
জানুয়ারি ৭, ২০২৬ ৯:১৩ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর সদর উপজেলার ঘোষেরহাট এলাকায় আইদি এন্টারপ্রাইজের একটি বাসের চাপায় শাহতলী জিলানী চিশতী কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী রাহেলা আক্তার শান্তা (১৭) নিহত হয়েছেন। বুধবার সকাল আনুমানিক ১১টায় চাঁদপুর–কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাহেলাকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসকের পরামর্শে তাকে ঢাকার মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়, কিন্তু যাত্রাবাড়ী এলাকায় বিকেল আনুমানিক ৪টার দিকে তার মৃত্যু হয়।

নিহত রাহেলা আক্তার শান্তা চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী মুন্সি বাড়ির বাসিন্দা। তিনি তার বাবা-মা, তিন বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

চাঁদপুর সদর মডেল থানার ওসি ফয়েজ আহমেদ জানান, দুর্ঘটনায় জড়িত বাসটি আটক করার চেষ্টা চলছে। থানার এসআই আওলাদ হোসেনকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। পুলিশ সুপার আরও জানিয়েছেন, আইদি বাসের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

নিহত শিক্ষার্থীর পিতা শামসুল হুদা মুন্সি বলেন, “আমার মেয়ে সকালে কাজের জন্য বের হয়েছিল। বাস তাকে চাপা দেয়। ঢাকায় নেওয়ার পথে সে মারা যায়। আমি চাই এই ঘটনার সঠিক বিচার হোক।”

শাহতলী জিলানী চিশতী কলেজের কর্তৃপক্ষ ও শিক্ষকরা শোক প্রকাশ করেছেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।