Nabadhara
ঢাকাবুধবার , ৭ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

আত্রাইয়ে যুবদলের উদ্যোগে ‘দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক’ আলোচনা সভা অনুষ্ঠিত

ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
জানুয়ারি ৭, ২০২৬ ৯:২৫ অপরাহ্ণ
Link Copied!

ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আত্রাই উপজেলা শাখার উদ্যোগে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক এক কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) দুপুর ১২টায় উপজেলা বিএনপির কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

​আত্রাই উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মো. খোরশেদ আলম-এর সভাপতিত্বে যুগ্ম-আহ্বায়ক মো. আশরাফুল ইসলাম লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত এমপি পদপ্রার্থী ও আত্রাই উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. রেজাউল ইসলাম।

​প্রধান অতিথির বক্তব্যে শেখ মো. রেজাউল ইসলাম বলেন, একটি আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে যুবসমাজের ভূমিকা অপরিসীম। আমরা এমন একটি দেশ গড়তে চাই যেখানে প্রতিটি নাগরিকের অধিকার সুরক্ষিত থাকবে এবং মেধার ভিত্তিতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। তিনি আরও বলেন, আগামীর বাংলাদেশ হবে উন্নয়ন, উৎপাদন ও শান্তির। আমাদের রাজনীতি হবে জনকল্যাণের এবং আমরা ঐক্যবদ্ধভাবে একটি স্বনির্ভর ও উন্নত রাষ্ট্র গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। ​অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা যুবদলের আহ্বায়ক মো. মাসুদ হায়দার টিপু।

তিনি তার বক্তব্যে বলেন, যুবদল সবসময় দেশ ও জাতির সেবায় কাজ করে আসছে। আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার যে রূপরেখা আমাদের সামনে রয়েছে, তা বাস্তবায়নে যুবশক্তিকে কাজে লাগাতে হবে। মাদক ও অবক্ষয়মুক্ত সমাজ গঠন এবং তরুণ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ভবিষ্যৎ নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। সুশৃঙ্খল ও ইতিবাচক রাজনীতির মাধ্যমে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। ​বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন, নওগাঁ জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মো. ময়নুল হক লিটন ও মো. নাসিম ইকবাল পলাশ, আত্রাই উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মো. পারভেজ ইকবাল। এছাড়াও বক্তব্য রাখেন, আত্রাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, ​সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, ​যুগ্ম-সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার, ​ইউনিয়ন বিএনপি সভাপতি মো. রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ প্রমুখ। ​বক্তারা দেশের সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।