মুন্সীগঞ্জ প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে মুন্সীগঞ্জের গজারিয়ার ভোটকেন্দ্রের প্রস্তুতি ও ভোটকেন্দ্রে যাতায়াতের রাস্তাঘাট পরিদর্শন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। বুধবার (৭ ই জানুয়ারি) গজারিয়া উপজেলার বিভিন্ন কেন্দ্র এ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি ৩০নং শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৮৭নং রেফায়েত উল্লাহ খান সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২৯নং দত্তেরচর সরকারী প্রাথমিক বিদ্যালয়, ৩১নং চরচাষী সরকারী প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখেন, সিসিটিভিসহ নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় সংস্কারের নির্দেশনা প্রদান করেন।
এসময় সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ রেজাউল করিম, গজারিয়া উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মাহমুদুল হাসান সহ নির্বাচন সংশ্লিষ্ট সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।

