Nabadhara
ঢাকাবুধবার , ৭ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

তেরখাদায় এসিল্যান্ডের নেতৃত্বে আতাই নদীতে মোবাইল কোর্ট, ধ্বংস ১০ হাজার মিটার অবৈধ জাল

রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি
জানুয়ারি ৭, ২০২৬ ৯:৩৩ অপরাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি

খুলনার তেরখাদা উপজেলায় অবৈধ মাছ শিকার ও নদীর জীববৈচিত্র্য রক্ষায় উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত হয়েছে বিশেষ মোবাইল কোর্ট অভিযান। বিশেষ কম্বিং অপারেশন ২০২৬-এর প্রথম ধাপের শেষ দিনে আতাই নদীতে এ অভিযান চালানো হয়।

বুধবার (৭ জানুয়ারি) তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়ন এলাকায় নৌ পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরুন নবী। অভিযানে ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল এবং ১০টি চরঘেরা জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জালগুলো তাৎক্ষণিকভাবে বিনষ্ট করা হয়।

অভিযান চলাকালে উপস্থিত ছিলেন তেরখাদা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. সাইদুজ্জামান এবং নৌ পুলিশ খুলনা সদর থানার এসআই দিদার।

এ বিষয়ে সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. সাইদুজ্জামান বলেন, “কারেন্ট জাল ও চরঘেরা জাল নদীর মাছের জন্য মারাত্মক ক্ষতিকর। এসব জাল ব্যবহারের ফলে ছোট মাছ ও পোনা নিধন হচ্ছে, যা ভবিষ্যতে মাছের উৎপাদনকে হুমকির মুখে ফেলছে। নদীর প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এ ধরনের অভিযান অত্যন্ত জরুরি।”

তিনি আরও বলেন, “নদী ও মৎস্য সম্পদ রক্ষায় উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কোনোভাবেই অবৈধ জাল ব্যবহারকারীদের ছাড় দেওয়া হবে না।” উপজেলা প্রশাসন জানায়, আইন অমান্য করে অবৈধভাবে মাছ শিকারকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।