কুলিয়ারচর(কিশোরগঞ্জ) প্রতিনিধি
কুলিয়ারচর থানার পুলিশ অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চালিয়ে জিল্লুর রহমান নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি পাইপগান এবং ১৭ রাউন্ড তাজা সীসা কার্তুজ উদ্ধার করা হয়।
বুধবার (৭ জানুয়ারি) কুলিয়ারচর থানার অফিসার্স ইনচার্জ মো. নুরুন্নবীর নেতৃত্বে গোবরিয়া-আব্দুল্লাহপুর ইউনিয়নের মাতুয়ারকান্দা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে হাতেনাতে গ্রেপ্তার করা হয় জিল্লুর রহমানকে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়।
কুলিয়ারচর পুলিশের তদন্ত কর্মকর্তা এসআই সুজন বিশ্বাস জানান,এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে। স্থানীয় সচেতন মহল পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং বলেন, অবৈধ অস্ত্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.