আহমেদ সিফাত, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের কুলিয়ারচর থানায় “আমার পুলিশ, আমার দেশ—বৈষম্যহীন বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে ওপেন হাউস ডে। মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেল ৩টায় কুলিয়ারচর থানার প্রাঙ্গণে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে জেলা পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে সরাসরি মতবিনিময়ের সুযোগ সৃষ্টি হয়।
কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নূরনবী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন। তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে রাজনৈতিক দল, সাংবাদিক ও সুশীল সমাজের সম্মিলিত সহযোগিতা অপরিহার্য।
পুলিশ সুপার আরও জানান, নির্বাচনকে সামনে রেখে মাদক ব্যবসায়ী ও দুষ্কৃতকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান জোরদার করা হবে এবং অবৈধ অস্ত্র উদ্ধারে জেলা পুলিশ কঠোর অবস্থানে থাকবে। সহকারী পুলিশ সুপার (ভৈরব সার্কেল) ফায়জুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে ড. ফরহাদ হোসেন জনগণের আস্থা ও সহযোগিতা পুলিশের সবচেয়ে বড় শক্তি হিসেবে উল্লেখ করেন এবং কোনো নাগরিক যেন অযথা হয়রানির শিকার না হন, সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার আশ্বাস দেন।
মুক্ত আলোচনায় স্থানীয়রা মাদক, চাঁদাবাজি, কিশোর অপরাধ ও বিভিন্ন সামাজিক সমস্যার বিষয়ে প্রশ্ন করেন। পুলিশ সুপার মনোযোগ দিয়ে শোনেন এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. ইয়াসিন খন্দকার, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এবং উপজেলা আনসার ভিডিপির ইনচার্জ অজয় রায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দল, সাংবাদিক, মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
অংশগ্রহণকারীরা ওপেন হাউস ডে কর্মসূচিকে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, স্বচ্ছতা ও সহযোগিতা বৃদ্ধির একটি কার্যকর উদ্যোগ হিসেবে অভিহিত করেছেন।

