মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জ ৫০০ গ্রাম গাঁজা ও ৫৫ পিস ইয়াবাসহ হাবিব (৩৩) ও লিপি আক্তার (৩০) নামে স্বামী ও স্ত্রীকে আটক করেছে মুন্সীগঞ্জ গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বুধবার (৭ ই জানুয়ারি) রাত আনুমানিক ৭ টা ৪০ মিনিটের দিকে সদর উপজেলার দক্ষিণ মহাকালি এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক হাবিবুর রহমান হাবিব সদর উপজেলার দক্ষিণ মহাকালি এলাকার নুর ইসলাম সরকারের ছেলে এবং লিপি আক্তার হাবিবুর রহমানের স্ত্রী।
মুন্সীগঞ্জ জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
তথ্য সুত্রে জানা যায়, মুন্সীগঞ্জ ডিবি পুলিশের এসআই (নিঃ) পলাশ কান্তি রায় সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ দক্ষিণ মহাকালি এলাকার আটকৃতদের টিনশেডের অভিযান পরিচালনা করা হয়। এসময় হাবিবুর রহমান হাবিব ও তার স্ত্রী লিপি আক্তার কে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজাসহ ০২ জনকে গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

