নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর মনোহরদী উপজেলায় কৃষি জমির টপ সয়েল কাটার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে এক লাখ টাকা জরিমানা আদায় করেছে প্রশাসন।
বুধবার (৭ জানুয়ারি) রাতে উপজেলার লেবুতলা ইউনিয়নের একটি এলাকায় এ অভিযান পরিচালিত হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন মনোহরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া।
অভিযানকালে কৃষি জমির উর্বর টপ সয়েল অবৈধভাবে কাটার প্রমাণ পাওয়া গেলে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে এক লাখ টাকা অর্থদণ্ড আরোপ ও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, কৃষি জমির উর্বরতা রক্ষা এবং অবৈধভাবে মাটি কাটার মতো পরিবেশবিরোধী কর্মকাণ্ড বন্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধে জড়িত হলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.