মোঃ হাবিবুল্লাহ, খালিয়াজুরী (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোণার খালিয়াজুরীতে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
খালিশাজুরী উপজেলা মাঠে ৭ জানুয়ারি /২৬ ইং রোজ বুধবার বেলা ১০ ঘটিকা হতে উক্ত অনুষ্ঠান শুরু হয়।
কৃষ্ণপুর আব্দুল জব্বার রাবেয়া খাতুন বালিকা বিদ্যালয় ও মহা বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মো কবির হোসেনের সঞ্চালনায়,খালিয়াজুরী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ মোক্তার হোসেনের সার্বিক পরিচালনায়, সকল স্কুল, কলেজ ও মাদ্রাসার ক্রীড়া শিক্ষকদের সহযোগিতায় উক্ত অনুষ্ঠান পরিচালিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাদির হোসেন শামীম, উপজেলা নির্বাহী অফিসার, খালিয়াজুরী, নেত্রকোণা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষ্ণপুর দারুল উলুম আলিম মাদ্রাসার অধ্যক্ষ ও জামায়েতের আমির মোঃ ইসমাইল হোসেন ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ দেলোয়ার হোসেন।
উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার মোঃ আলিফউর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ শাকিল সারোয়ার,
প্রধান শিক্ষক দীপঙ্কর দত্ত রায়, রবীন্দ্র বিশ্বাস, মোঃ মন্জুরুল হক, আমিনুল ইসলাম, প্রশান্ত কুমার ভৌমিক, মোঃ আজমান আলী, সজল সরকার, সুপার আমিনুল ইসলাম, খালিয়াজুরী উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক মোঃ হাবিবুল্লাহ প্রমুখ।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার সহ অন্যান্য অতিথিবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.