মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরে আসন্ন গণভোটকে সামনে রেখে ব্যাপক প্রচার-প্রচারণার লক্ষ্যে কর্মপরিকল্পনা গ্রহণ বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির। সভায় গণভোটের গুরুত্ব, ভোটারদের সচেতনতা বৃদ্ধি এবং প্রচার কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার এস্তামুল হক। প্রেজেন্টেশনে গণভোটের প্রচার কৌশল, সংশ্লিষ্ট দপ্তরগুলোর করণীয় এবং সমন্বিত কর্মপরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক খাতুনে জান্নাতের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. নজরুল কবির, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আতিকুল হক, জেলা নির্বাচন অফিসার এনামুল হক, সদর উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সনজীব কুমার রায়, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুকুমার রায়, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ জে এম সিরাজুম মুনির, জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) নাসিমা খাতুন, সদর উপজেলা নির্বাচন অফিসার বাবুল হক এবং এনজিও সমিতির সহ-সভাপতি আবু জাফর।
বক্তারা গণভোট সফল করতে সরকারি-বেসরকারি সব দপ্তরের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন এবং সাধারণ জনগণের মধ্যে গণভোট সম্পর্কে সচেতনতা বাড়াতে মাঠপর্যায়ে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.