বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে পৌষ মাসের শেষে শীতের তীব্রতায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কনকনে শীতে বিশেষ করে নদ-নদী ও পাহাড়ি জনপদের মানুষেরা চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন।
শীতার্ত মানুষের মাঝে উষ্ণতা পৌঁছে দিতে বকশীগঞ্জ পল্লী সঞ্চয় ব্যাংকের উদ্যোগে দুঃস্থ ও অসহায়দের মাঝে ২০০ পিস কম্বল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) উপজেলার বিভিন্ন এলাকায় এসব কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংকের ময়মনসিংহ বিভাগীয় কর্মকর্তা মো. মাসুদ রানা, জামালপুর জেলা কর্মকর্তা মো. ফজলে নূরী বোখারি, জুনিয়র অফিসার আবুল কামাল আজাদ এবং বকশীগঞ্জ শাখা ব্যবস্থাপক মো. জাকারিয়াসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.