ছায়েদ আহামেদ, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর হাতিয়ায় একদল ভূমি খেকো অবৈধভাবে চর দখল করতে এলে স্থানীয়দের সাথে বাকবিতণ্ডা শুরু হয়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অধিকাংশ পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে দুই দখলদার ভূমি খেকোকে আটক করে নিয়ে যায় পুলিশ।
বৃহস্পতিবার(৮ জানুয়ারি) বিকেলে হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের রহমত বাজরস্ত গোলতলা পর্যটন এলাকায় চর দখল চেষ্টার এ ঘটনা ঘটে।
স্থানীয় পাবেলসহ প্রত্যক্ষদর্শীরা জানান, হাতিয়ার পূর্ব পাশ দিয়ে নদী পথে ট্রলার যোগে একদল লোক হঠাৎ চরে নেমে আসে। তাদের সাথে স্থানীয় কিছু ভূমিখেকো একত্রিত হয়ে টুকেন বুঝে নিচ্ছে। এবং একে অপরকে ইশারা দিয়ে জমি দেখিয়ে দিচ্ছে। এসময় প্রত্যক্ষদর্শীরা বিষয় জানতে চাইলে বাকবিতণ্ডা শুরু হয়। পরে উপজেলা প্রশাসন খবর পেয়ে ঘটনাস্থলে গেলে আগন্তুকদের অনেকে ট্রলারে উঠে পালিয়ে যায়। এমতাবস্থায় সেখান থেকে দুই দখলদার ভূমি খেকোকে আটক করে নিয়ে যায় পুলিশ।
আটককৃতরা হলেন- উপজেলার চরকিং ও চরইশ্বর এলাকার মৃত আ.রশীদের ছেলে মো. আবুল কাশেম(৫০) এবং মৃত মোবাশ্বের আহমেদের ছেলে মো. হাসেম(৩০)।
হাতিয়া থানা অফিসার ইনচার্জ সাইফুল আলম জানান, অবৈধভাবে সরকারি জমি(চর) বিক্রি বন্ধে রহমত বাজারস্থ পর্যটন এলাকায় উপজেলা প্রশাসন ও থানা প্রশাসনের একটি অভিযান পরিচালিত হয়। এসময় দুইজকে আটক করা হয় এবং এদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে বলে জানান তিনি।
এছাড়া, একই এলাকায় পৃথক আরেক অভিযানে চর এলাকা থেকে মাটি কাটার মেশিন জব্দসহ জুয়ার আসর থেকে দুই জুয়াড়িকেও আটক করা হয়েছে বলে জানান তিনি।
এ বিষয়ে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন জানান, অবৈধভাবে চরের কোনো জমিজমা দখল করা যাবে না। দখলকারীদের বিরুদ্ধে প্রশাসনের এমন অভিযান চলমান থাকবে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

