জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের কালাইয়ে বৃহস্পতিবার বাল্যবিবাহ প্রতিরোধে একদিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে কালাই উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল থেকে দিনব্যাপী এই কর্মশালার উদ্বোধন করেন কালাই উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা।
কর্মশালায় বক্তব্য দেন কালাই উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইফতেখার রহমান, কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম এবং কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দিন। প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. মাহফুজা খাতুন।
প্রশিক্ষণে অংশগ্রহণ করেন উপজেলার সকল নিকাহ রেজিষ্ট্রার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য, ঈমাম, স্কুল-কলেজের শিক্ষার্থী, সংবাদকর্মী এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ। কর্মশালার মূল উদ্দেশ্য ছিল বাল্যবিবাহ রোধে জনসচেতনতা বৃদ্ধি ও স্থানীয় পর্যায়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ।

