Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৩০ সেপ্টেম্বর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কাশিয়ানীতে হাসপাতালের চিকিৎসককে কুপিয়েছে দুর্বৃত্তরা

MEHADI HASAN
সেপ্টেম্বর ৩০, ২০২১ ১১:০৪ অপরাহ্ণ
Link Copied!

কাশিয়ানী প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কাশিয়ানী ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার(আরএমও) ডা. সুব্রত সাহাকে (৩২) কুপিয়ে মারাত্মক আহত ক‌রে‌ছে দুর্বৃত্তরা।

আহত চিকিৎসককে আশংকাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭ টার দিকে উপজেলা পশুসম্পদ অফিসের সামনে সড়কে এ হামলার ঘটনা ঘটে।

আহত চিকিৎসক সুব্রত সাহা জানান, প্রতিদিনের মত তিনি বিকালে ঘুরতে বেরিয়েছিলেন।সন্ধ্যার দিকে কাশিয়ানী বাসষ্ট্যান্ড থেকে কাঁচাবাজার করে ওই সড়ক দিয়ে বাসায় ফিরতে ছিলেন। এ সময় একটি মাইক্রোবাস থেকে অতর্কিতভাবে ৫/৭  জন যুবক নেমে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে মাইক্রোবাসে করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কাশিয়ানী ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। পরে আশংকাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কি কারণে তার ওপর হামলার ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত করে বলতে পারেননি তিনি।

কাশিয়ানী থানার ওসি (তদন্ত) মুহাম্মদ ফিরোজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিকভাবে ঘটনার কোন কারণ জানা যায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।