মুন্সীগঞ্জ প্রতিনিধি
দীর্ঘ ৩৮ বছরের বর্ণাঢ্য শিক্ষকজীবনের ইতি টেনে আবেগঘন পরিবেশে বিদায় নিলেন ১০নং আড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও ৭১নং আব্দুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ আব্দুল হক মাস্টার (হক স্যার)।
শুক্রবার (৯ জানুয়ারি ২০২৬ ইং,) সকাল ৯টায় আড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে তাঁর সম্মানে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডঃ মুহাঃ আব্দুল মান্নান সরকার, বিশিষ্ট শিক্ষা অনুরাগী ও ব্যবস্থাপনা পরিচালক, শাহ শের আলী গ্রুপ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব ইলিয়াস আহম্মেদ, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার, গজারিয়া, মুন্সীগঞ্জ। অনুষ্ঠানটির আয়োজন করে আড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীবৃন্দ।
শুক্রবার সকালে বিদ্যালয়ের সহকর্মী শিক্ষক, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী এবং অভিভাবকদের উপস্থিতিতে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
প্রাক্তন শিক্ষার্থীরা তাঁদের প্রিয় শিক্ষককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করেন। পরে ফুলে সাজানো একটি ঘোড়ার গাড়িতে চড়ে সংবর্ধনা স্থান ত্যাগ করেন আঃ হক মাস্টার। এ সময় বিদ্যালয় প্রাঙ্গণে সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ।
অনুষ্ঠানে উপস্থিত প্রাক্তন ছাত্র-ছাত্রীদের অনেকেই অশ্রুসজল চোখে তাঁদের প্রিয় শিক্ষককে বিদায় জানান। শিক্ষক-শিক্ষার্থীদের ভালোবাসায় ভরে ওঠে পুরো বিদ্যালয় প্রাঙ্গণ।
উল্লেখ্য, আঃ হক মাস্টার ১৯৮৭ সালে ১০নং আড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি সততা, নিষ্ঠা ও মমতায় অসংখ্য শিক্ষার্থীর হৃদয়ে স্থায়ী জায়গা করে নেন। স্থানীয় সচেতন মহল মনে করেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে তাঁর অবদান এলাকার ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
বিদায়ী অনুভূতি প্রকাশ করে আঃ হক মাস্টার বলেন, “এই বিদ্যালয় আমার দ্বিতীয় পরিবার। সহকর্মী ও শিক্ষার্থীদের ভালোবাসাই আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। এই বিদায় আমার জন্য যেমন গর্বের, তেমনি গভীর আবেগেরও।”
একজন নিবেদিতপ্রাণ শিক্ষককে বিদায়ের মধ্য দিয়ে আড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হারালো এক অভিভাবকতুল্য মানুষকে, যাঁর আদর্শ ও অবদান প্রজন্মের পর প্রজন্ম অনুপ্রেরণা হয়ে থাকবে ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.