দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৬ষ্ঠ বর্ষপূর্তি ও কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (৯ জানুয়ারী) সকাল ১০টায় প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মো. সাজেদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মো. খালিদ হোসেন জুয়েল।
বিশেষ অতিথি ছিলেন, কুষ্টিয়া সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. তোফাজ্জেল হোসেন ও প্রাগপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. আজমল হক।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোহা. তাইফুর রহমান। বক্তারা বলেন, হাটি হাটি পা পা করতে করতে আজ প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ৬ষ্ঠ বর্ষে পদার্পণ করলো। প্রথম থেকেই প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অত্র স্কুলের কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান, দরিদ্র ও অসহায় ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ ও শীতবস্ত্র কম্বল বিতরণসহ সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডে অবদান রেখে আসছে।
এবছর ২৭ জন ছাত্র-ছাত্রীর মাঝে লক্ষাধিক টাকার মেধাবৃত্তি প্রদান করা হয়েছে। শিক্ষাবৃত্তি চালু করা হয়ছে মূলত অত্র স্কুলের শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতায় আগ্রহ সৃষ্টির জন্য, যেন শিক্ষার্থীরা এই প্রতিযোগিতার মাধ্যমে তাদের লক্ষ্যে পৌঁছাতে পারে। প্রতিবছর এ ধরনের অনুষ্ঠানের আয়োজন অব্যাহত থাকবে বলে বক্তারা উল্লেখ করেন।
অনুষ্ঠানে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য বৃন্দ ও শিক্ষাবৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.