দুমকি(পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর দুমকি উপজেলার পাঁচটি ইউনিয়নসহ বদরপুর উপকেন্দ্রের আওতাধীন এলাকায় আগামী ১০ জানুয়ারি থেকে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বরিশাল বিভাগীয় বিদ্যুৎ বিতরণ লাইন আপগ্রেডেশন প্রকল্পের আওতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রকল্পের কাজ চলাকালীন প্রতি সপ্তাহের নির্দিষ্ট তিন দিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে প্রতি শনিবার, সোমবার এবং বুধবার।
সকাল ০৮:০০ ঘটিকা হতে বিকাল ০৪:০০ ঘটিকা পর্যন্ত।
পটুয়াখালী-২ (বদরপুর উপকেন্দ্র) এর আওতাধীন দুমকি উপজেলার পাঁচটি ইউনিয়ন এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ (পবিপ্রবি) পার্শ্ববর্তী সংলগ্ন এলাকায় এই সাময়িক বিদ্যুৎ বিভ্রাট ঘটবে।
পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে যে, বরিশাল বিভাগীয় আপগ্রেডেশন প্রকল্পের আওতায় দুমকি ৩৩ কেভি লাইনের কাজ দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যে এই শাটডাউন প্রয়োজন। প্রকল্পের মেয়াদকালীন সময়ের মধ্যে অবশিষ্ট কাজ শেষ না হওয়া পর্যন্ত এই সূচী অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ গ্রাহকদের ধৈর্য ধারণ করার এবং উন্নয়নমূলক কাজে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছে। সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান ও সাধারণ গ্রাহকদের এই সময়সূচী অনুযায়ী প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.