শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শেরপুরে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করেছে শেরপুর থানা পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত অভিযানে ৩২ জনকে গ্রেফতার করা হয়েছে।
এই ৩২ জনের মধ্যে গ্রেফতারি পরয়োনাভুক্ত ১১ জন, মাদকের সঙ্গে সংশ্লিষ্টতা সন্দেহে ৮ জন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) কর্তৃক পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে দণ্ডিত মাদকসেবি ১১ জন, মাদকসহ ২ জন ও ফৌজদারি মামলায় এক জনকে গ্রেফতার করা হয়েছে বলে শেরপুর থানা পুলিশ সূত্রে জানা যায়।
শেরপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন বলেন, "নির্বাচনের সময়ে এলাকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার জন্য আমরা বিশেষ প্রস্তুতি গ্রহণ করেছি। তার অংশ হিসেবে উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। আমাদের এধরণের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.