দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় পাতার বিড়ি উদ্ধার হয়েছে। উপজেলার চিলমারী ইউনিয়নের বাংলাবাজার এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে পাচার হয়ে আসা বিপুল পরিমাণ পাতার বিড়ি উদ্ধার করা হয়।
বিজিবি সূত্র জানায়, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) পৌনে ১১ টায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধীনস্থ চরচিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ১৫৭/৩-এস হতে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বাংলাবাজার মাঠপাড়া এলাকায় বিজিবি অভিযান চালায়।
অভিযানে ভারতীয় ১ হাজার ৬৬০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়।
অপরদিকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ শুক্রবার সকাল ১০টায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ ত্রিমোহনী বাইপাস এলাকায় বিজিবি বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় পরিত্যক্ত অবস্থায় ৪ হাজার ২০৬ প্যাকেট অবৈধ নকল বিড়ি উদ্ধার করা হয়।
বিজিবি’র পৃথক অভিযানে উদ্ধার হওয়া বিড়ির সিজার মূল্য ৩ লক্ষ ১৯ হাজার ৯০০ টাকা। পরবর্তীতে উদ্ধার করা বিড়ি সংশ্লিষ্ট কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি সূত্র জানিয়েছে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক ও চোরাচালানসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে বলে বিজিবি সূত্র নিশ্চিত করেছে।

