নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ কে সামনে রেখে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে একটি কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাঃ শামীমকে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়েছে। এ সিদ্ধান্তকে কমিটির অন্যতম গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত হিসেবে বিবেচনা করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন ডা. সৈয়দা তাজনিন ওয়ারিশ সিমকি এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রকৌশলী মোঃ মাহবুব আলম।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এ কেন্দ্রীয় কমিটিতে দেশের বিভিন্ন পেশার খ্যাতিমান ও অভিজ্ঞ ব্যক্তিবর্গকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
সদস্যদের মধ্যে রয়েছেন অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, অধ্যাপক ড. সোহাগ আওয়াল, ডা. মোস্তফা আজিজ সুমন, কৃষিবিদ ড. খন্দকার মাহফুজুল হক বাচ্চু, কৃষিবিদ আনোয়ারুন্নবী মজুমদার বাবলা, অ্যাডভোকেট মোহাম্মদ আলী, সাংবাদিক আমিরুল ইসলাম কাজীসহ মোট ২৪ জন শিক্ষাবিদ, প্রকৌশলী, আইনজীবী ও সাংবাদিক।
ফাউন্ডেশনের পক্ষ থেকে আরো জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাংগঠনিক শক্তি বৃদ্ধি, নির্বাচন ব্যবস্থাপনা, সার্বিক সমন্বয় এবং নীতিগত দিক নির্দেশনা প্রদানের লক্ষ্যে এই কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
বিশেষ করে যুগ্ম আহ্বায়ক হিসেবে অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাঃ শামীমের দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা, প্রাতিষ্ঠানিক দক্ষতা ও নেতৃত্বগুণ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকাণ্ডে কার্যকর ও ইতিবাচক অবদান রাখবে বলে ফাউন্ডেশনের পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.