জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের সীমান্তবর্তী এলাকার শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার দুপুরে শহরের কাশিয়া বাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এর উদ্যোগে এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় তিন শতাধিক শীতার্ত ও দরিদ্র মানুষ শীতবস্ত্র ও চিকিৎসা সেবা গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খাঁন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল লতিফুল বারী। এছাড়াও উপস্থিত ছিলেন সেক্টর মেডিকেল অফিসার ক্যাপ্টেন মাহদীসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
শীতবস্ত্র বিতরণের পাশাপাশি আয়োজিত বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পে জয়পুরহাট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শহীদ হোসেনসহ অন্যান্য চিকিৎসকরা সাধারণ মানুষকে চিকিৎসা সেবা প্রদান করেন।
শীতবস্ত্র ও বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে উপকারভোগীরা বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, এ ধরনের মানবিক উদ্যোগ শীত মৌসুমে দরিদ্র মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অনুষ্ঠানে বক্তব্যকালে কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খাঁন বলেন, সীমান্তবর্তী এলাকার অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো বিজিবির সামাজিক দায়িত্বের অংশ। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.