সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মসজিদের দেয়াল ভেঙে ভেতরে ঢুকে পড়ার ঘটনা ঘটেছে। এতে মসজিদের দেয়াল, দরজা ও জানালাসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দুর্ঘটনায় একটি ভ্যানগাড়ির চালক ও বাসচালক গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১০ জানুয়ারি) দুপুরে কাজিপুর–সিরাজগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সীমান্তবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রিয় এন্টারপ্রাইজ নামের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১১-৩০৭৬) সীমান্তবাজার মসজিদের সামনে দাঁড়িয়ে থাকা একটি ভ্যানগাড়িকে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় বাসটি ভ্যানগাড়িকে ধাক্কা দিলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে বাসটি সড়কের পাশের মসজিদের দেয়াল ভেঙে ভেতরে ঢুকে পড়ে।
দুর্ঘটনায় ভ্যানগাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং ভ্যানচালক গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠান। বাসচালকও গুরুতর আহত অবস্থায় কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
মসজিদ কমিটির একাধিক মুসল্লি জানান, দুর্ঘটনায় মসজিদের একটি দেয়াল, দরজা ও জানালা ভেঙে গেছে। বড় ধরনের ক্ষয়ক্ষতির কারণে মসজিদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
এদিকে জানা গেছে, দুর্ঘটনাকবলিত বাসটির চালক আব্দুল মান্নান সিরাজগঞ্জ সদর উপজেলার মিরপুর এলাকার বাসিন্দা। তিনি মূলত বাসটির হেল্পার। প্রত্যক্ষদর্শী যাত্রীদের দাবি, ঘটনার সময় মূল চালক হেল্পারকে বাসটি চালাতে দিয়েছিলেন।
বাসের মালিক আরজু বলেন, “দুর্ঘটনায় বাসটির সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।”
দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে কাজিপুর থানার ওসি (তদন্ত) আবু সাইদ বলেন, “ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

