Nabadhara
ঢাকাশনিবার , ১০ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কটিয়াদীতে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি 
জানুয়ারি ১০, ২০২৬ ৬:০৮ অপরাহ্ণ
Link Copied!

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি 

কিশোরগঞ্জের কটিয়াদীতে পারিবারিক কলহের জেরে ছেলের ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের নাম মো. বজলুর রহমান (৬০)। শনিবার (১০ জানুয়ারি) দুপুরে কটিয়াদী উপজেলার চাঁন্দপুর ইউনিয়নের পশ্চিম মন্ডলভোগ এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে পারিবারিক বিষয় নিয়ে বজলুর রহমানের সঙ্গে তার ছেলে অটোরিকশাচালক জুবায়ের (২৫)-এর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে জুবায়ের ধারালো ছুরি দিয়ে তার বাবাকে আঘাত করে এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় বজলুর রহমানকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, প্রাথমিকভাবে এটি পারিবারিক কলহের জেরেই সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অভিযুক্ত ছেলে জুবায়েরকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।