মনিরামপুর (যশোর) প্রতিনিধি
বিশ্বমানবতার আদর্শে উজ্জীবিত মহান সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের ১৬৪তম জন্মতিথি উপলক্ষে যশোরের মনিরামপুরে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে শ্রী রামকৃষ্ণ আশ্রম।
আশ্রম প্রাঙ্গণে আয়োজিত এই মানবিক কর্মসূচিতে সভাপতিত্ব করেন আশ্রমের সম্পাদক তপন ভট্টাচার্য। অনুষ্ঠান পরিচালনা করেন আশ্রমের সহ-সভাপতি অধ্যাপক শঙ্কর প্রসাদ দত্ত।
উদ্বোধনী বক্তৃতায় তপন ভট্টাচার্য বলেন, “স্বামী বিবেকানন্দ আজীবন মানুষের সেবাকেই ঈশ্বরসেবার সর্বোচ্চ রূপ হিসেবে দেখেছেন। তাঁর আদর্শ অনুসরণ করেই শ্রী রামকৃষ্ণ আশ্রম মানবতার কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য।”
অধ্যাপক শঙ্কর প্রসাদ দত্ত বলেন, “শুধু স্মরণ বা আনুষ্ঠানিকতা নয়, বিবেকানন্দকে স্মরণ করতে হলে তাঁর কর্মমুখী দর্শন বাস্তবে প্রয়োগ করতে হবে। এই শীতবস্ত্র বিতরণ সেই মানবিক দর্শনেরই ক্ষুদ্র প্রয়াস।”
এসময় উপস্থিত ছিলেন আশ্রমের উপাধ্যক্ষ সমীর হালদার, বিশিষ্ট সমাজসেবক সন্দীপ মুখার্জি, অজয় মুখার্জি, হেমন্ত ব্যানার্জি, দ্বীপ ঘোষ, নয়ন চ্যাটার্জি, সঞ্জিত চ্যাটার্জিসহ আশ্রমের অন্যান্য সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, “বর্তমান সমাজে মানবিক মূল্যবোধ ক্রমেই ক্ষীণ হয়ে আসছে। এমন সময়ে স্বামী বিবেকানন্দের আদর্শ নতুন প্রজন্মের জন্য পথনির্দেশক। শীতার্ত মানুষের মুখে হাসি ফোটানোই তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদন।”
শীতবস্ত্র গ্রহণকারী উপকারভোগী রুমিচা খাতুন আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “এই শীতে খুব কষ্টে ছিলাম। আশ্রম থেকে শীতবস্ত্র পেয়ে অনেক উপকার হলো। যারা আমাদের কথা ভেবেছেন, তাদের জন্য দোয়া করি।”
অনুষ্ঠান শেষে আয়োজকরা জানান, ভবিষ্যতেও সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে শ্রী রামকৃষ্ণ আশ্রম, মনিরামপুর এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.