কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় জেলা পুলিশের আয়োজনে ওপেন হাউজ-ডে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০:৩০ টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কটিয়াদী মডেল থানা চত্তরে “আমার পুলিশ, আমার দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (হোসেনপুর সার্কেল) তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. এস এম ফরহাদ হোসেন (পুলিশ সুপার, কিশোরগঞ্জ)। বিশেষ অতিথি ছিলেন লাবনী আক্তার তারানা (সহকারী কমিশনার, ভূমি), অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম মোহাম্মদ মাহমুদুল ইসলাম তালুকদার (পিপিএম), কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান ও পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুল্লাহ খান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন বলেন, “আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে রাজনৈতিক দল, সুশীল সমাজ ও সাংবাদিকদের সার্বিক সহযোগিতা প্রয়োজন। নির্বাচনকে সামনে রেখে মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করার পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম জোরদার করা হবে।” তিনি আরও বলেন, “জনসাধারণ হলো পুলিশের শক্তির প্রধান উৎস। গণতান্ত্রিক নির্বাচনী ধারাবাহিকতা রক্ষায় কিশোরগঞ্জ জেলা পুলিশ বদ্ধপরিকর এবং জনগণকে সাথে নিয়ে কাজ করতে সর্বদা প্রস্তুত।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন তোফাজ্জল হোসেন খান দিলীপ (সভাপতি, কটিয়াদী উপজেলা বিএনপি), আরিফুর রহমান কাঞ্চন (সাধারণ সম্পাদক, কটিয়াদী উপজেলা বিএনপি), মোজাম্মেল হক জোয়ার্দার ও মাহমুদুল হাসান (উপজেলা জামায়াতে ইসলামী), সাংবাদিক সৈয়দ মোরসালিন দারদশিকো ও মোঃ সাইফুল ইসলাম, এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মী, বীর মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, ছাত্র আন্দোলন ও সুশীল সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা পুলিশ ও সাধারণ জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন এবং জনগণকে সক্রিয়ভাবে নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করার আহ্বান জানান।

