ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
গণতান্ত্রিক সচেতনতা বৃদ্ধি ও দায়িত্বশীল নাগরিক গড়ে তোলার লক্ষ্যে ‘৫১’র জাগরণ’-এর উদ্যোগে ফকিরহাটে নাগরিক ও ভোটার শিক্ষা বিষয়ক স্থানীয় পর্যায়ের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি ২০২৬) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ফকিরহাট উপজেলার বাহিরদিয়া ইউনিয়ন পাবলিক লাইব্রেরিতে আয়োজিত এ প্রশিক্ষণে বাগেরহাট-১ সংসদীয় আসনের অন্তর্ভুক্ত ফকিরহাট, মোল্লাহাট ও চিতলমারী উপজেলার নতুন ভোটাররা অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব, নাগরিক দায়িত্ব ও কর্তব্য, সংবিধানিক অধিকার, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, নির্বাচনকালীন আচরণবিধি এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন শুভজিৎ (ভিবিডি ভলেন্টিয়ার) এবং ‘৫১’র জাগরণ’-এর স্থানীয় প্রশিক্ষক ও ভিবিডি বাগেরহাট জেলা প্রতিনিধি টুম্পা আক্তার মিম। তারা অংশগ্রহণকারীদের সচেতন ও দায়িত্বশীল ভোটার হিসেবে বিকাশে গুরুত্বারোপ করেন এবং বলেন, “সচেতন ও দায়িত্বশীল ভোটারই সুষ্ঠু গণতন্ত্র প্রতিষ্ঠার মূল শক্তি।”
প্রশিক্ষণ শেষে নতুন ভোটারদের হাতে সনদপত্র বিতরণ করা হয়। এ সময় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.