Nabadhara
ঢাকাশনিবার , ১০ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মুন্সীগঞ্জে মেধাবৃত্তি–২০২৫, ১৪৬ শিক্ষার্থীর হাতে সনদ ও বৃত্তি

মুন্সীগঞ্জ প্রতিনিধি
জানুয়ারি ১০, ২০২৬ ৭:১৯ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশন-এর উদ্যোগে মেধাবৃত্তি–২০২৫ পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে মাধ্যমিক পর্যায়ে বৃত্তিপ্রাপ্ত মোট ১৪৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা জানানো হয়।

অনুষ্ঠানে সপ্তম থেকে দশম শ্রেণির সাধারণ ও ট্যালেন্টপুল বিভাগে নির্বাচিত শিক্ষার্থীদের হাতে সনদপত্র, সম্মাননা স্মারক এবং নগদ ২ হাজার ৫০০ টাকা থেকে ৫ হাজার টাকা পর্যন্ত বৃত্তির অর্থ তুলে দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ অধ্যাপক নাজমুন নাহার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. কামরান হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মজিবুর রহমান সরদার, সরকারি হরগঙ্গা কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মুন্সি সিরাজুল হক, কর্পোরেট প্রশিক্ষক ও আবেগিক বুদ্ধিমত্তা বিশেষজ্ঞ অধ্যাপক এস. এম. আরিফুজ্জামান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মারুফা আক্তার এবং মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর বাছির উদ্দিন জুয়েল।

বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশনের সভাপতি আবু বকর সিদ্দিক হিরা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও আত্মবিশ্বাস বাড়াতে সংগঠনটি ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় আগ্রহী করে তুলতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, গত বছরের ১ নভেম্বর মুন্সিগঞ্জ জেলার ছয়টি উপজেলায় একযোগে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের নিয়ে টানা চতুর্থবারের মতো মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। মজিবুর টিম্বার অ্যান্ড স’মিল লিমিটেড-এর পৃষ্ঠপোষকতায় এবং বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত ওই পরীক্ষায় জেলার ১৩২টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সপ্তম থেকে দশম শ্রেণির মোট ১ হাজার ৯৭৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।