একে মিলন, সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ পৌর শহরের ধোপাখালি এলাকায় সুমী দাস চৌধুরী (২১) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনায় তার স্বামী কিশাল শেখর দাশ (২৪) কে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছে।
গত বুধবার সন্ধ্যায় ধোপাখালি এলাকায় সুমী দাসের আত্মহত্যার খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। নিহত সুমী হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার দত্তগ্রামের ধনরঞ্জন চৌধুরীর মেয়ে। পারিবারিক সূত্রে জানা যায়, মাত্র সাত মাস আগে সুনামগঞ্জের কুলেন্দু শেখর দাশের ছেলে কিশাল শেখর দাশের সঙ্গে তার বিয়ে হয়।
সুমীর মৃত্যুর পর তার মা বাবলী রানী চৌধুরী বাদী হয়ে স্বামী কিশাল শেখর দাশ ও তার শ্বশুর-শাশুড়িকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে কিশালকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, মামলার অপর দুই আসামি—শ্বশুর ও শাশুড়ি—ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন। তাদের অবস্থান শনাক্ত ও গ্রেপ্তারের জন্য আধুনিক প্রযুক্তির সহায়তা নেওয়া হচ্ছে। গ্রেপ্তারকৃত স্বামীকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার প্রকৃত কারণ ও রহস্য উদ্ঘাটন সম্ভব হবে বলে আশা করছে পুলিশ।
এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভ বিরাজ করছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.