নবধারা ডেস্ক
আসন্ন গণভোটকে কেন্দ্র করে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে মাঠ পর্যায়ে সক্রিয়ভাবে কাজ করছে বাকেরগঞ্জ উপজেলা প্রশাসন। এরই অংশ হিসেবে উপজেলার অত্যন্ত দুর্গম ও দূরবর্তী এলাকা হিসেবে পরিচিত ফরিদপুর ও দুর্গাপাশা ইউনিয়নে বিশেষ প্রচারণা ও সম্ভাব্য ভোটকেন্দ্র পরিদর্শন সম্পন্ন করেছেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ।
শনিবার (১০ জানুয়ারি) দিনভর ফরিদপুর ও দুর্গাপাশা ইউনিয়নের প্রতিটি সম্ভাব্য ভোটকেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ। এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা নির্বাচন কমিশন অফিসার, বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সহ সংশ্লিষ্ট প্রশাসনিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা।
পরিদর্শনকালে ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা ব্যবস্থা, অবকাঠামোগত অবস্থা, যোগাযোগ ব্যবস্থা এবং ভোটারদের যাতায়াতের সুবিধাসহ সার্বিক বিষয় খতিয়ে দেখা হয়। পাশাপাশি স্থানীয় জনগণের মধ্যে গণভোট বিষয়ে সচেতনতামূলক প্রচারণা চালানো হয় এবং নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগে প্রশাসনের প্রস্তুতির কথা তুলে ধরা হয়।
এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে প্রশাসন বদ্ধপরিকর। বিশেষ করে দুর্গম ও প্রত্যন্ত এই ইউনিয়নগুলোতে ভোটাররা যেন কোনো ধরনের ভোগান্তি ছাড়াই ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
পরিদর্শন শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, স্থানীয় জনগণের মধ্যে গণভোট নিয়ে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। নির্বাচনকে স্বচ্ছ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.