বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের ফরিদগঞ্জ বহুমুখী ফাজিল মাদ্রাসা সংলগ্ন মজিদিয়া নূরানী প্রি-ক্যাডেট মাদ্রাসার ২০২৬ শিক্ষাবর্ষের সবক ও শিক্ষা সামগ্রী বিতরণ উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) সকাল ৯টায় ফরিদগঞ্জ বহুমুখী ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ বহুমুখী ফাজিল মাদ্রাসার সভাপতি মো. আনোয়ার হোসেন বিশ্বাস।
মজিদিয়া নূরানী প্রি-ক্যাডেট মাদ্রাসার সভাপতি আলহাজ মো. মফিজুর রহমান বিশ্বাসের সভাপতিত্বে এবং মাদ্রাসার সহ-সম্পাদক মো. মাইনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি মো. আনোয়ার হোসেন বিশ্বাস তাঁর নিজস্ব অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ করেন। এ সময় মাদ্রাসার সহ-সভাপতি মো. ফারুক হোসেন আলীম শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে মো. আনোয়ার হোসেন বিশ্বাস বলেন, নৈতিকতা ও দ্বীনি শিক্ষার সমন্বয়ের মাধ্যমেই একজন শিক্ষার্থী প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে পারে। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মনোবল বৃদ্ধি ও শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ফরিদগঞ্জ বহুমুখী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. ফরিদুল আলম, মাস্টার মো. মোশারেফ হোসেন বিশ্বাস, সমাজসেবক রুহুল আমিন পাহলোয়ান, উপদেষ্টা মাস্টার মো. নুরুজ্জামান, মো. মাসুদ আহমেদ হাওলাদার, সহ-সভাপতি মো. আবুল হোসেন বাবুল বিশ্বাস, মো. এনায়েত হোসেন লিটন এবং নুর আলম লুৎফর হাওলাদার প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং নৈতিক ও দ্বীনি শিক্ষার গুরুত্ব তুলে ধরেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.