হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর হাতিয়া উপজেলায় রাস্তা নির্মাণকাজে ব্যবহৃত রোলারের চাপায় শিশু মো.আজিম (৭) এর মৃত্যুর ঘটনায় থানায় মামলা করেছে ভুক্তভোগী পরিবার।
এর আগে শনিবার (১০ জানুয়ারি) বিকেলে হাতিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে শিশু মো.আজিমের মর্মান্তিক মৃত্যুর দুর্ঘটনা ঘটে।
নিহত আজিম ওই এলাকার পশ্চিম বেজুগালিয়া গ্রামের কৃষক বেলাল উদ্দিনের ছেলে।
পরিবার ও স্থানীয়দের থেকে জানা যায়, গতকাল সকালে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে রোলার দিয়ে সড়ক নির্মাণকাজ চলছিল। দুপুরের পর শিশু আজিম রোলারটি দেখতে গেলে অসাবধানতাবশত তার একটি পা রোলারের ভেতরে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা বেলাল উদ্দিন জানান, চালক জসিম উদ্দিন ড্রাইভার হিসেবে নতুন। তাকে বলেছিলাম এটি ঘনবসতিপূর্ণ এলাকা, সাবধানে কাজ করতে। কিন্তু পরবর্তীতে তার অদক্ষতার কারণেই আমার ছেলেটার মৃত্যু হয়েছে। আমি এর সঠিক বিচার চাই।
হাতিয়া থানা অফিসার ইনচার্জ মো. সাইফুল আলম জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের পরিবারের সঙ্গে কথা বলেছে। রাতে ভুক্তভোগী পরিবার বাদী হয়ে থানায় মামলা দেয়। এখন আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

