শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রোখে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা বিএনপিতে দীর্ঘদিনের গ্রুপিংয়ের অবসান হতে চলেছে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ী-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী, জেলা বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এর আহবানে এ ঐক্যের সুর উঠেছে।
শনিবার (১০ জানুয়ারি) বিকালে গোয়ালন্দে আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের ব্যাক্তিগত কার্যালয়ে তার হাতে ফুলের তোড়া দিয়ে আসলাম গ্রুপের বেশ কয়েকজন শীর্ষ নেতা তার সাথে যুক্ত হন।
এর মধ্যে গোয়ালন্দ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আইয়ুব আলী খান, পৌর বিএনপির সভাপতি আবুল কাশেম মন্ডল,নির্বাহী সদস্য অধ্যক্ষ খন্দকার আব্দুল মুহিত, যুগ্ম সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম সরদার সহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের অর্ধ শতাধিক নেতাকর্মী ছিলেন।
তবে এ্যাডঃ আসলাম মিয়ার অনুসারী হিসেবে পরিচিত উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের শীর্ষ পর্যায়সহ বহু নেতাকর্মী এখনো নিশ্চুপ রয়েছেন।
এ্যাডঃ আসলাম মিয়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত নেতা। তিনি জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি। তার মনোনয়ন বঞ্চিত হওয়ার ঘটনায় এলাকায় বিক্ষোভ মিছিল, মহাসড়ক অবরোধসহ নানা কর্মসূচি পালন করেন তার অনুসারীরা।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক আহবায়ক নঈম আনছারী,জেলা বিএনপির সদস্য রইচ উদ্দিন ডিউক,গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি রোস্তম আলী মোলা, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নাজিরুল ইসলাম তিতাস প্রমূখ।
এ উপলক্ষে গোয়ালন্দ পৌর বিএনপির সভাপতি আবুল কাশেম বলেন, বিএনপি অনেক বড় একটি দল। এখানে নেতৃত্বের প্রতিযোগিতা থাকবেই। আমরা এ্যাডঃ আসলাম মিয়ার সাথে রাজনীতি করতাম। তিনি মনোনয়ন চেয়েও পাননি।মনোনয়ন তো একজনই পাবেন। আমরা আসলাম সাহবের সাথে শুক্রবার বিকেলে এ নিয়ে সভা করি। তিনি আমাদেরকে বলেছেন যে, খৈয়াম ভাই যদি আপনাদেরকে ডাকেন, তাহলে আপনার যাবেন এবং ধানের শীষকে বিজয়ী করতে কাজ করবেন। আশা করি খৈয়াম ভাই যদি আসলাম মিয়াকে ডাকেন তাহলে তিনিও আসবেন।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে বিএনপির মনোনীত প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। মনে রাখতে হবে আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম ধানের শীষের প্রার্থী। দল করলে ধানের শীষের সাথে কোন গ্রুপিং করা চলবে না।
আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম তার প্রতিক্রিয়ায় বলেন, গোয়ালন্দ উপজেলা হচ্ছে পদ্মা ও যমুনা নদীর মোহনা। বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের পদ্মা ও যমুনা নদীর মোহনার মতো মিলে মিশে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমি দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে ভেদাভেদ ভুলে ধানের শীষকে বিজয়ী করতে কাজ করার আহবান জানাচ্ছি।

