শাহীন আহমেদ,শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার চরভাগা ইউনিয়নের ১১৩ নং পাইকবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা।
রবিবার (১১জানুয়ারি) সকালে চরভাগা কার্তিকপুর ব্রিজের মোড় এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে পাইকবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়ে আসলেও সম্প্রতি কেন্দ্রটি অন্যত্র স্থানান্তর করা হয়েছে। এতে ভোটারদের চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। বিশেষ করে নারী, বয়স্ক ও প্রতিবন্ধী ভোটারদের জন্য দূরের কেন্দ্রে গিয়ে ভোট দেওয়া কষ্টসাধ্য হয়ে উঠেছে।
চরভাগা ইউনিয়নের মেম্বার মো. আমজাদ মোল্লা বলেন, “এই বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে ভোটকেন্দ্র ছিল। হঠাৎ করে দেওয়ান কান্দি ১১৮ নং হাজী আব্দুল গফুর খান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরিয়ে নেওয়ায় আমাদের এলাকার মানুষ ভোট দিতে আগ্রহ হারাচ্ছে। দ্রুত কেন্দ্রটি পুনর্বহাল করা না হলে ভোটার উপস্থিতি কমে যাবে।”
চরভাগা ইউনিয়নের আরেক বাসিন্দা বলেন, “ভোটকেন্দ্রটি সহজ যোগাযোগের স্থানে থাকায় সবাই স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারত। বর্তমান কেন্দ্রটি দূরে হওয়ায় সাধারণ মানুষ বিপাকে পড়েছে।”
মানববন্ধনে অংশগ্রহণকারীরা দাবি করেন, আগের বিদ্যালয়টি অবকাঠামোগত দিক থেকে উপযুক্ত এবং ভোটকেন্দ্র হিসেবে সব ধরনের সুযোগ-সুবিধা রয়েছে। তাই ভোটারদের স্বার্থে কেন্দ্রটি পুনরায় ১১৩ নং পাইকবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপনের জন্য নির্বাচন কমিশন ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে মানববন্ধনকারীরা বলেন, দ্রুত দাবি বাস্তবায়ন না হলে তারা আরও কঠোর কর্মসূচির ঘোষণা দিতে বাধ্য হবেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.