মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে মটর সাইকেল দূর্ঘটনায় মো. ফজল শেখ (৭০) নামে এক পথচারী নিহত হয়েছেন।
রবিবার (১১ ই জানুয়ারি) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে টঙ্গীবাড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সুত্রে জানা যায়, রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
ঘটনার পরপরই টঙ্গীবাড়ি ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে টঙ্গীবাড়ি সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. শহিদুল ইসলাম (মেডিকেল অফিসার) পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মো. ফজল শেখ টঙ্গীবাড়ি উপজেলার বজ্রযোগিনী ইউনিয়নের রামসিং এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
পরবর্তীতে নিহতের মরদেহ টঙ্গীবাড়ি থানার পুলিশ কর্মকর্তা শহিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়।
এ ঘটনায় পুলিশ আইনগত প্রক্রিয়া গ্রহণ করেছে এবং বিষয়টি তদন্তাধীন বলে জানিয়েছে।

